২৬ ফেব্রুয়ারি, ১৯৭১
• নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মাহমুদ করাচীতে বলেন শেখ মুজিব কে ব্লাক মেইল করার জন্য কতক রাজনৈতিক দল জাতীয় পরিষদ বয়কটের সিদ্ধান্ত নিয়াছে।
• সিন্ধু জামায়াতে ইসলামী আমির জান মোহাম্মদ আরবালি করাচীতে বলেন ভুট্টো পূর্ব পাকিস্তান কে বিচ্ছিন্ন করাইয়া পশ্চিম পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে চাইতেছেন
• পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী এবং পাকিস্তান ন্যাশনাল লীগের সভাপতি আতাউর রহমান খান এক বিবৃতিতে বলেন, পূর্ব পাকিস্তানের জনসাধারণ ৬-দফা কর্মসূচির জন্য ভোট প্রদান করেছেন এবং এটাই হলো রাজনৈতিক বাস্তবতা। একে অবশ্যই স্বীকার করে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের জনসাধারণ গত ৭ ডিসেম্বর তাদের সার্বভৌমত্ব আদায় করেছে। একে বানচাল করার যে কোন প্রচেষ্টার পরিণতি হবে মারাত্মক।
• গভর্নর আহসান ঢাকা ফিরেছেন একই বিমানে সাবেক শিক্ষামন্ত্রী শামশুল হক ও ফিরেছেন
• হাজারভি জমিয়ত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করিবে
• নওয়াব শাহে (পশ্চিম পাকিস্তান) অবস্থিত পাকিস্তান পিপলস পার্টির জনৈক নেতার বাসভবনের বাইরে এক জনসভায় জনতার উদ্দেশ্যে ভাষণ দানকালে জুলফিকার আলী ভুট্টো বলেন, যদিও বর্তমানে দেশ চরম শাসনতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে চলছে; তবু ইনশাআল্লাহ আমরা অবশ্যই একটা সংবিধান রচনায় এবং শাসনতান্ত্রিক গণসরকার কায়েমে কৃতকার্য হবো। তিনি বলেন, গণসরকার কায়েম প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার জন্য দেশে বিশেষ মহল ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।
“BLACKMAILING” Yes ! This was there daily way of life! They clearly knew In Parliamentary Democracy Mujib and his Party ‘Pakistan Awami League’ could by pass all other party of the west and form the Government – which Neither Mujib or we Bengali of the East wanted. After the 1970 Election ‘Political Blackmailing’ was not possible – So they choose their Traditional “Military Blackmailing” – Unfortunately they failed totally.
At that time each and every west pakistani knew about the army crack down and whole war period none of the west pakistani citizens even uttered a single word against. only two or three journalists were exceptions among them Anthony Mascaranhess,he left pakistan and told about this in London.
Parvez sir pl.comment.
Fortunately in Pakistan is run from the Operation Room of GHQ Rawalpindi but not from the Parliament!- Ha Ha Ha
Vice-Admiral Syed Mohammad Ahsan and Lt. Gen. Sahabzada Yaqub Ali Khan tried to explained the East Pakistan’s Political Situation with their level best. But Possibley failed to Convince the President and the GHQ Rawalpindi that “Political Issue Must be Resolve Politically” – So Sad !