২৫ ফেব্রুয়ারি, ১৯৭১
• আওয়ামী লীগ দফতরে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান গণতন্ত্র বিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের জন্য পাকিস্তানের নির্যাতিত জনগণ এবং বাংলাদেশের জাগ্রত কৃষক-শ্রমিক-ছাত্রজনতাকে প্রস্তুত থাকার আহবান জানান।
• শেখ মুজিবুর রহমান আরোগ্য নিকেতনে অসুস্থ প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ বদ্রুজ্জামান (এস বি জামান) কে দেখতে যান।(৭১ এ এই জামান শেখ মুজিবের নেতৃত্ব চ্যালেঞ্জ করে ইয়াহিয়া অনুগত আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন)
• পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন এক যুক্ত বিবৃতিতে নির্ধারিত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠান, গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন দান এবং সর্বোপরি জনপ্রতিনিধিদের নিকট শাসনক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন।
• জমিয়তে ইসলামী গোল টেবিল বৈঠক আয়োজনের জন্য ইয়াহিয়াকে অনুরধ করিগের।
• কাইউম মুসলিম লীগের জাতীয় পরিষদে যোগদান না করার সিদ্ধান্তকে দল অনুমোদন দিয়াছে।
• পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারলেনড ইয়াহিয়া খানের সহিত দেখা করেছেন। তিনি জানান মুজিব ভুট্টো মতবিরোধে তার সরকার উদ্ভিগ্ন।
25th February 1971, Even then, neither Mujib or any of the Top brass of Awami League or any other Party could not Imagine what was waiting for the Bengali’s within next 28 days!
Present Province of Pakistan except Punjab are always demanding for Autonomy. Now they realize Awami League’s old 6 point was a good solution for a federal Pakistan.- So sad for them!out of six points of Bongobondhu already 4 points implemented in Pakistan except, currency and defence
সেই তুলনায় অনেক অনেক কম। ৫৫ সালে দলের তিন ভাগের এক ভাগ দল ছেড়ে চলে যায়। ৫৭ তে অর্ধেক চলে যায়। ৬৪ তে চার ভাগের এক ভাগ চলে যায়। ৬৬ তে অর্ধেক চলে যায়। ৬৯ এ কিছু যায়। ৭১ এ কিছু যায়। সে তুলনায় এখন যায় কম। তখন অবশ্য ফ্লোর ক্রসিং বৈধ ছিল।