You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | সপ্তম নৌবহর প্রসঙ্গে ভারত - সংগ্রামের নোটবুক

১৫ ডিসেম্বর ১৯৭১ঃ সপ্তম নৌবহর প্রসঙ্গে ভারত

লোকসভা

সংসদে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজ বাহাদুর বলেছেন বঙ্গোপসাগরে সপ্তম নৌবহরের উপস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সংসদে বিভিন্ন দলের এমপি গন মার্কিন ভুমিকার নিন্দা করে বক্তব্য প্রদান করেন।

এলকে ঝা

জাতিসংঘে ভারতীয় রাষ্ট্রদুত এলকে ঝা আজ ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন বাংলাদেশের ভিতরে অবস্থানরত বিদেশী নাগরিকদের অপসারনের নামে বহিঃরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত অমিত্র সুলভ আচরণ বলে বিবেচনা করবে এবং এতে উপমহাদেশের পরিস্থিতি আর জটিল হয়ে উঠবে। এ বিষয়ে তিনি ইতিপূর্বে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী জোসেফ সিসকোর সাথে আলাপ করেছেন এবং এ বিষয়ে ভারত সরকারের মনোভাব প্রকাশ করেছেন। ভারত ও বাংলাদেশ সরকার বাংলাদেশে অবস্থানরত সকল মার্কিন নাগরিকের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সে ক্ষত্রে যুক্তরাষ্ট্রের এ ধরনের উদ্যোগ অবস্থার জটিলতাকে আরও বাড়িয়ে তুলবে। আমরা আরও খবর পেয়েছি যে মার্কিন এই তৎপরতার সময় পাকিস্তানি সৈন্যদের নিরাপদে দেশত্যাগের ব্যাবস্থা করার পরিকল্পনা করছে। তবে যুদ্ধ শেষ হওয়ার আগে ভারত সরকার কোন পাকিস্তানী সৈন্যকে পাকিস্তানে যেতে দেবে না।

এডমিরাল নন্দা

সিঙ্গাপুর থেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানান সপ্তম নৌবহর দু ভাগে বিভক্ত হয়ে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে যার একটির নাম ত্রিপলি যাতে ২৩টি(৩০) হেলিকপ্টার আছে। এদিকে ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল নন্দা বোম্বাইয়ে বলেছেন তার বাহিনী বঙ্গোপসাগরে শত্রুর ডুবোজাহাজের সন্ধানে আছেন। তার বাহিনীর উপর কোন বিমান হামলার কোন সম্ভাবনা নেই এবং তার বাহিনী বঙ্গোপসাগরে এমন ভাবে অবস্থান নিয়েছে যাতে কোন জাহাজ ভিতরে যেতেও পারবেনা আসতেও পারবেনা।