১৩ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ পরবর্তী আপডেট – সাতক্ষীরা
সাতক্ষীরা মুক্ত হয় ৭ ডিসেম্বর। একদল বিদেশী সাংবাদিক এদিন সাতক্ষীরা শহর পরিদর্শন করেন। সাতক্ষীরা অভিযানে সেক্টর মুক্তিযোদ্ধাদের প্রাধান্য ছিল। এ সেক্টরে আবার নিয়মিত বাহিনী ছিল না কিন্তু নিয়মিত বাহিনীর সদস্য ছিল অনেক। আর এখানে ভারতীয় বাহিনীর অনুপাত ছিল অনেক কম। সাংবাদিকরা মুক্ত এলাকার বিভিন্ন জনজীবনের চিত্র তুলে ধরেন। সাতক্ষীরা দখলের পর মুক্তিবাহিনী খুলনার পথে এগুচ্ছে। ভিজনিউজ সাংবাদিক সাতক্ষীরার ১০-১২ কিমি পূর্বে বেনেরপতা ব্রিজের কাছে এ দৃশ্য ধারন করেন। পাক বাহিনী সাতক্ষীরা ত্যাগের সময় ব্রিজটি ধ্বংস করে দিয়ে যায়।
নোটঃ একটি ছবি অনেকেই দেখে থাকেন লাঙ্গল ধরে দুজন অস্রধারী মুক্তিযোদ্ধা কৃষক হালচাষ করছে। ছবিটি মুক্ত সাতক্ষীরার এবং ছবিটি চিত্রগ্রাহকের দ্বারা শুটিংকৃত। ছবিটির ভুল ব্যাখ্যাই দিয়ে থাকে প্রায় সবাই।