১৩ ডিসেম্বর ১৯৭১ঃ কবি ফররুখ আহমেদ এর জ্বিহাদী কবিতা
এদিন দৈনিক সংগ্রাম পত্রিকার ১৯৭১ সালের শেষ প্রকাশনায় কবি ফররুখ আহমেদ এর একটি জ্বিহাদী কবিতা প্রকাশ করা হয়।
নোটঃ কবি ফররুখ আহমেদ জামাতে ইসলামের জাতীয় কবি। তারা তার জন্ম মৃত্যু দিবস কনি নজরুলের চেয়েও ঘটা করে পালন করে থাকে। কবি ফররুখ আহমেদ এর কবর শাহজাহানপুরে আরেক রাজাকার কবি বেনজির আহমেদের কবরের সাথে।