You dont have javascript enabled! Please enable it! 1971.12.12 | যুদ্ধ আপডেট - বিমান হামলা | তেজগাও এ ৪০০০ পাউন্ড বোমা ফেলা হয় - সংগ্রামের নোটবুক

১২ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট – বিমান হামলা

ভারতীয় বাহিনী গোয়েন্দা মারফত খবর পায় যে ঢাকায় দিনের বেলায় ৬ পাকিস্তানী বিমান অবতরন করে রাও রাতের মধ্যেই ফরমান আলী সহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকে নিয়ে যাবে। এদিন বিমান হামলা জোরদার করা হয় ক্যানবেরা বিমান গুলোকে চট্টগ্রামে হামলার জন্য পাঠানো হয়। তারা নির্দেশ পেয়েই চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে অচল করে দেয়। ঢাকাতেও ১১ তারিখ ১২ তারিখ রাতে বিমান হামলা জোরদার করা হয়। রাত আড়াইটা থেকে ৪ টার মধ্যে ক্যানবেরা গুলো তেজগাও কুর্মিটোলা রানওয়ে অচল করে দেয়। রেজগাও এ ৪০০০ পাউন্ড বোমা ফেলা হয়। যুদ্ধ শেষে জানা যায় সে হামলায় এয়ার ফোর্স মেস এবং কতকগুলো হাল্কা বিমান ধ্বংস হয় সে হামলায়। ৪ টি মিগ ২১ ও দুটি ক্যানবেরাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। সে রাতে পাকিস্তানীদের কোন বিমান ঢাকায় আসেনি। দিনের বেলায় আবারো ১৫ বার তেজগাও বিমানবন্দরে হামলা করা হয়। এ হামলায় ক্যানবেরা ছিল না মিগের সাথে হান্টারকে দায়িত্ব দেয়া হয়। জাতিসংঘ কর্মীদের ফিরে যাওয়ার জন্য ১২ তারিখ দুপুর থেকে ১৩ তারিখ বিকেল ৩ টা পর্যন্ত বিমান হামলা বন্দ রাখা হয়। এদিন একটি মিগ জঙ্গি বিমান ভুমি থেক নিক্ষিপ্ত গোলায় ভুপাতিত হয়। পাইলট নিরাপদে অবতরন করেন। তার অবতরন স্থল ছিল মুক্তিবাহিনীর অনুকুল এলাকায়।