You dont have javascript enabled! Please enable it! 1971.12.10 | যুদ্ধ আপডেট হিলি এলাকা- যুদ্ধে ১৭ কুমাউনের এক কোম্পানি কম্যান্ডার( মেজর) নিহত হন - সংগ্রামের নোটবুক

১০ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট হিলি এলাকা

ভারতীয় ৩৪০ ব্রিগেড অবস্থান ছিল পীরগঞ্জে। পীরগঞ্জের দক্ষিন পশ্চিমে ৬৬ ব্রিগেডের( ১৭ কুমাউন, ৬৩ কেভেলরি, ৬ নং সেক্টর ট্রুপস) দায়িত্ব ছিল ভাদুরিয়া দখলের। সেখানে ছিল ২ কোম্পানি পাক সৈন্য এবং সহায়ক বাহিনী সামান্য, সাথে এক ট্রুপস আরমার ছিল। এই দিনে ৬৬ ব্রিগেড পূর্ণ শক্তিতে পাক বাহিনীর উপর আক্রমন করে। শেষে এখানে হাতাহাতি এবং বেয়োনেট যুদ্ধ হয়। যুদ্ধে ১৭ কুমাউনের এক কোম্পানি কম্যান্ডার( মেজর) নিহত হন। ভারতীয় বাহিনী এখানে সামান্য সাফল্য লাভ করে। ভাদুরিয়ার পূর্বে ঘোড়াঘাট। হিলির কয়েক কিমি পূর্বে হিলি ঘোড়াঘাট রাস্তার উপরে মহেশপুর অবস্থিত। ২০ ডিভিশন কম্যান্ডার মেজর জেনারেল লচমন সিংহ এদিন এ এলাকায় আক্রমনের নির্দেশ দেন। লেঃকঃ এস,এল মালহোত্রার ৪ মাদ্রাজ রেজিমেন্ট এবং ৬৩ কেভেলরির (২ স্কোয়াড্রন বাদে)কে দখলের দায়িত্ব প্রদান করা হয়। তারা সামান্য প্রতিরোধে এ দুটি এলাকা দখল করে ফলে হিলি পজিশন দুর্বল হয়ে পড়ে। এক ট্রুপস টি- ৫৫ ট্যাঙ্ক পাঠানো হয় তুলশিগঙ্গার এক খাল দখলে। তারা সেটা সাফল্য জনক ভাবে সম্পন্ন করে হরিহর পাড়া দখল করে। এখানে তারা প্রচুর অস্র ও রেশন আটক করে। ৩৪০ ব্রিগেডকে গোবিন্দগঞ্জ দখলের দায়িত্ব প্রদান করা হয়। তারা করতোয়া নদীর তীর পর্যন্ত এদিন দখল করে।