You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | প্রতিরক্ষা তহবিলে দান করার জন্য ইয়াহিয়ার আবেদন - সংগ্রামের নোটবুক

৮ ডিসেম্বর ১৯৭১ঃ প্রতিরক্ষা তহবিলে দান করার জন্য ইয়াহিয়ার আবেদন।

গ্রিনিচ সময় ৮ টায় করাচীতে শ্রুত স্থানীয় সংবাদে জানা যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দেশের প্রতিরক্ষা তহবিলে দান করার জন্য জনগনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন দেশ যখন বহিঃ শক্তি দ্বারা আক্রান্ত তখন দেশের প্রত্যেক নাগরিকের দেশের জন্য ভুমিকা রাখা উচিত। দেশের তহবিলে দানের জন্য তিনি জনগনকে ভোগ বিলাস ত্যাগ করার আহবান জানান। সকল ব্যাঙ্ক এবং ডাকঘরকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। সাহায্য ক্যাশ, ডিফেন্স সেভিং সার্টিফিকেট এবং সিকুরিটির মাধ্যমে দেয়া যাবে। এ দানের হিসাব হবে মহা হিসাব রক্ষক রাজস্ব। তিনি বলেন সকল প্রাদেশিক এবং কেন্দ্রীয় কর্মচারীর বেতন যাদের ২০০০ রুপির এর উপরে তাদের থেকে ১০% এবং এর নীচের বেতন ভোগীদের ৫% হারে কর্তন করা হবে। তিনি বেসরকারি কর্মচারীদের অনুরূপ হারে অবদান রাখার আবেদন জানান।