You dont have javascript enabled! Please enable it! 1971.12.07 | যুদ্ধ আপডেট: ব্রাহ্মণ বাড়িয়া - সংগ্রামের নোটবুক

৭ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট ব্রাহ্মণ বাড়িয়া

৬ তারিখ আখাউরা দখলের পর বিলম্ব না করেই ব্রাহ্মনবাড়িয়া দখলের পরিকল্পনা নেয়া হয়। মুক্তি বাহিনী দুটি কলামে ব্রাহ্মনবাড়িয়া আক্রমনের সিদ্ধান্ত নেয়। একটি উত্তর থেকে সরাইলের দিক দিয়ে আরেকটি দক্ষিন দিক হতে কুমিল্লা মহাসড়ক বাদ দিয়ে। ভারতীয় বাহিনী আক্রমন করবে রেল লাইন ধরে আর কুমিল্লা সড়ক ধরে। কুমিল্লা সড়কের বাহিনী গঙ্গা সাগর ধরে উজানিশার হয়ে আসবে। এস ব্রিগেডের অধীন সেক্টর কমান্ডার নুরুজ্জামান ৬ তারিখেই মনতলা তেলিয়াপারা দখল নিয়েছিলেন। ১১ বেঙ্গল ব্রাহ্মণবাড়িয়ার দিকে ৬ তারিখেই মুভ করে। ২ বেঙ্গল তাদের ব্যাক আপ হিসেবে পিছনেই থাকে। ক্যাপ্টেন সুবিদ আলী পজিশন নিলেন চান্দুরায় যাতে উত্তর দিক থেকে পাক বাহিনী ব্রাহ্মনবাড়িয়ার দিকে না আসতে পারে। সুবিদ আলী ভুইয়া তার ১১ ব্যাটেলিয়নকে দুভাগ করে একভাগ চান্দুরায় আরেকভাগ সরাইল দখলের জন্য প্রেরন করেন। হরষপুর থেকে ১১ বেঙ্গলের চান্দুরার বাহিনী রওয়ানা হয়ে যায়। সরাইলের বাহিনী পাইকপারায় আসলে ব্যাটেলিয়ন কমান্ডার মেজর নাসিম তাদের চান্দুরা হয়ে সরাইলের শাহবাজপুরের দিক দিয়ে ব্রাহ্মনবাড়িয়া যেতে বলেন। ব্যাটেলিয়ন সদরের বাহিনী নিয়ে লেঃ নজরুল ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরে অবস্থান নেন। (ইসলামপুর এখন বিজয়নগর উপজিলা মুক্তিযুদ্ধের স্মরনে এ নাম রাখা হয়)।

এখানে মেজর নাসিম সহ ৮ জন সৈনিক অবস্থান করছিলেন। বাকীদের যুদ্ধে নিযুক্ত রাখা হয়। এ সময় তেলিয়াপারা থেকে চান্দুরার অবরোধকে ফাকি দিয়ে একটি পাক বহর ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে আসে।এ অতিক্রমের খবর ব্রিগেড অধিনায়ক শফিউল্লাহ বা সুবিদ আলী ভুইয়াও জানতেন না। গাড়ী শফিউল্লার সামনে আসার পর তিনি গাড়ী থামাতে গেলেই দেখেন গাড়ী ভর্তি পাক সেনা। তিনি সবাইকে হাত উচাতে বলার সাথে সাথেই সবাই হাত উচালো এর মধ্যেই তাদের এক হাবিলদার গাড়ী থেকে লাফ দিয়েই শফিউল্লাহকে জাপটে ধরেন। শফিউল্লার কাছাকাছি তখন তার বাহিনী নেই তারা একটু দূরে। পিছনের একটি দল এখানে এসে এ অবস্থা দেখেই তাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এ হামলার সময় পাক বাহিনীর গুলীতে ২ মুক্তি বাহিনী নিহত হয়। মেজর নাসিম মারাত্মক আহত হন। আহত হয় আরও ১১ সৈনিক। মেজর নাসিমের জায়গায় মেজর মতিন ব্যাটেলিয়ন অধিনায়ক হন। শফিউল্লাহ অক্ষত অবস্থায় মেজর আজিজকে নিয়ে পাইকপাড়া পৌঁছেন। এ খণ্ডযুদ্ধে কয়েক পাক সেনা নিহত হয় ১১ জনকে আটক করা হয়।