৭ ডিসেম্বর ১৯৭১ঃ একটি ফুটেজ এর কাহিনী
তখনকার সময়ে যেখানে সেখানে স্যাটেলাইট সুবিধা ছিল না। পূর্ব পাকিস্তান ভূখণ্ডে ছিলনা। ভারতে ছিল। ভিডিও ফুটেজ পাঠাতে সময় চলে যায় এক দুদিন। পূর্বাঞ্চলের গুলোই পাঠাতে সময় লাগতো বেশী। তাই ভিজ নিউজের কলকাতা ভিত্তিক সাংবাদিক প্রেম প্রকাশ চলে যান রোমে। সেখানে তিনি ইউরোভিশনের মাধ্যমে স্যাটেলাইটে ধারন করা ভিডিও নিয়ে লন্ডনে প্রিন্ট করে তা রিলিজ করাতেন। ৭ তারিখে তার এটি সে ধরনের একটি ফুটেজ। ফুটেজে ফুলগাজীর বিভিন্ন এলাকায় শরণার্থী ফিরে আসার এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি তুলে ধরা হয়। তিনি একই সাথে আরও ফুটেজ সংগ্রহ করেন যার একটি ছিল সিলেটের।(গতকাল একই ফুটেজের সিলেটের রঙ্গিন ছবি পোস্ট হয়েছে)।