০৭ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট – যশোর পতন
৬ তারিখ পাক বাহিনী যশোর ছেড়ে নোয়াপাড়ার দিকে চলে যায়। ভারতীয় বাহিনী ধারণা করতে পারেনি পাক বাহিনী সম্পূর্ণ ভাবে যশোর ছেড়ে চলে গেছে তাই তারা ৭ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটা নাগাদ উত্তর দিক দিয়ে যশোর ক্যান্টনমেন্টের কাছে এসে পৌঁছায়। পলায়নের সময় পাকবাহিনী বিপুল অস্ত্রশস্ত্র, রেশন এবং কন্ট্রোল রুমের সামরিক মানচিত্রও ফেলে রেখে যায়। ৬ ডিসেম্বর যশোর মুক্ত হলেও বিজয়ী বাহিনী ৭ তারিখে যশোর প্রবেশ করায় ৭ তারিখ মুক্ত দিবস পালন করে। যশোর একটি জেলা সদর, ডিভিশন সদর ও উন্নত বিমান বন্দর থাকায় এবং কলকাতার নিকটবর্তী হওয়ায় বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয় এতদিন যে সকল সাংবাদিক কলকাতা থেকে নিউজ কভার করতেন তারা সকলে যশোর চলে আসেন। যশোরকে বাইপাস করার জন্য ভারতীয় বাহিনীকে নির্দেশ দেয়ায় যশোর অতিক্রম করে ভারতীয় বাহিনী খুলনার পথেই থাকে।