You dont have javascript enabled! Please enable it! 1971.12.07 | পশ্চিম পাকিস্তান রেডক্রস - সংগ্রামের নোটবুক

৭ ডিসেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তান রেডক্রস

পশ্চিম পাকিস্তান রেডক্রস সভানেত্রী মিসেস ভিকারুননিসা নুন সমাজের মহানুভব, জনদরদী্‌, ধনীদের কাছে টেলিভিশন, রেডিও, কম্বল, জার্সি ও সিগারেট দানের আহবান জানিয়েছেন। এসব সামগ্রী বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে যাতে আহত সৈনিকগণ এবং বেসামরিক বেক্তিগনের উপকার হয়। তিনি বলে একাজে ৫০টি টেলিভিশন, ২০০ রেডিও, ৩০০০ কম্বলের প্রয়োজন হবে। সাহায্য প্রেরনের ঠিকানা রেডক্রস ২, সাহারাহে ফাতিমা জিন্নাহ, লাহোর।