৬ ডিসেম্বর ১৯৭১ঃ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় সারা ভারতে আনন্দের বন্যা
কলকাতার বাংলাদেশ মিশনে স্বীকৃতি ঘোষণার পরপর জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাদের সাথে মিশন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় হয়। নেতৃবৃন্দ মিশন প্রধানকে অভিনন্দন জানান। কলকাতার রাস্তায় আনন্দ মিছিল বের হয়। একটি মিছিল মার্কিন দুতাবাসের সামনে দিয়ে অতিক্রমের সময় মার্কিন বিরোধী স্লোগান দেয়। দিল্লীতে বাংলাদেশ মিশনেও আনন্দ উৎসব করা হয়। মিশন কর্মকর্তা সিহাব উদ্দিন শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে বিভিন্ন ভারতীয় কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। ভারতের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অম মেমতা শুভেচ্ছা জানাতে সেখানে যান। স্বীকৃতি দান উপলক্ষে দিল্লীতে একটি রক্ত দানের কর্মসূচী নেয়া হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ স্বীকৃতিতে অভিনন্দন জানান। কলকাতা মিশনের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ শিল্পীরা জাতীয় ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। দিল্লীতে মিছিল কারীরা সোভিয়েত দুতাবাস অতিক্রম কালা তাদের সুভাচ্ছা জানায় এবং মার্কিন দুতাবাস অতিক্রমকালে তাদের বিরুদ্ধে শ্লোগান দেয়। কলকাতায় মিছিলের একাংশকে নেতৃত্ব দেন শেখ মুজিবের প্রেস সচিব আমিনুল হক বাদশা।