শরণার্থী ক্যাম্পের দুর্নীতি বন্ধ কর
ছাত্র ফেডারেশনের বিবৃতি
ভারতের ছাত্র ফেডারেশন, ত্রিপুরা রাজ্য কমিটি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে, ত্রিপুরার শরণার্থী ক্যাম্পগুলােতে চাল, ডাল ইত্যাদি সরবরাহের ব্যাপারে ক্যাম্প কর্তৃপক্ষ দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন। কোনাে কোনাে ক্যাম্পে শরণার্থীরা নিজেদের উদ্যোগে দুর্নীতির প্রতিবাদ করায় তাদের হঠাৎ অন্য কোনাে ক্যাম্পে স্থানান্তরিত করা হচ্ছে। তাদের রেশন বন্ধ করে দেয়া হচ্ছে এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে আমরা এই সমস্ত দুর্নীতির অভিযােগ পেয়েছি। রাজ্যের কোনাে কোনাে মহকুমায় আত্মীয় বাড়িতে যেসব শরণার্থী আছেন তাদের রেশন সরবরাহ না করার ফলে তাদের ভীষণ বিপদে পড়তে হচ্ছে। ক্যাম্পে দুর্নীতি বন্ধের ব্যাপারে ভারতের ছাত্র ফেডারেশন উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এবং এ সম্পর্কে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
সূত্র: দেশের ডাক
১১ জুন, ১৯৭১
২৭ জ্যৈষ্ঠ, ১৩৭৮