৪ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ – আখাউরা ফ্রন্ট
লেঃ বদিউজ্জামানের ২ বেঙ্গলের ব্রাভো কোম্পানি কম্যান্ডারের দায়িত্ব নেন বিলোনিয়া থেকে ফেরত লেঃ সেলিম। লেঃ ইব্রাহিম এর সি কোম্পানি এই হামলায় যোগ দেয়। ২ বেঙ্গল ভারতের ৪ গার্ড এর সাথে মিলে আখাউরার পশ্চিম দিক দখল করে একটি অংশ আখাউরার দিকে অগ্রসর হয় অপর অংশ পাঘাচং রেলস্টেশন দখলের যুদ্ধে লিপ্ত রয়েছে। দক্ষিন দিকে ১৪ গার্ড ও ১৪ পাঞ্জাব গঙ্গাসাগর দখলের পর উত্তরে অগ্রসর হয়। পাক বাহিনীর ১২ এফএফ, ১২ আজাদ কাশ্মীর (দুই কোম্পানি) তুমুল প্রতিরোধ গড়ে তোলা সত্ত্বেও যৌথ বাহিনী চারিদিক ঘেরাও এর পরে পালাবার পথ না পেয়ে আত্মসমর্পণ এর অপেক্ষায় থাকে। দিনশেষে আখাউরা শহর অংশ এবং দক্ষিন পশ্চিমের কিছু এলাকা বাদে পুরা কসবা( আখাউরা তখন থানা হয়নি) মুক্ত হয়। দক্ষিন পশ্চিমের এই এলাকায় এখনও পাক ৩৩ বালুচ বিভিন্ন পকেটে যুদ্ধরত আছে