৪ ডিসেম্বর ১৯৭১ঃ রাওয়ালপিন্ডির জনসভায় জুলফিকার আলী ভূট্টো
জুলফিকার আলী ভূট্টো রাওয়ালপিন্ডির লিয়াকত গার্ডেনে একজনসভায় বলেন তিনি জামাত মুসলিম লীগ বা ইউসিপির ব্যানারে জাতীয় সরকারে দায়িত্ব পালন করতে আগ্রহী নন। তিনি বলেন গনতন্ত্রের নর্মস অনুযায়ী পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল প্রধানমন্ত্রীর দাবীদার হতে পারে। পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল থেকে প্রেসিডেন্ট হওয়া উচিত। যদি পূর্ব পাকিস্তানে প্রেসিডেন্ট পদ দেয়া হয় তবে প্রধানমন্ত্রী অবশ্যই পশ্চিম পাকিস্তানের প্রাপ্য। পূর্ব পাকিস্তানের নুরুল আমিন জাতীয় পরিষদে আসন পেয়েছে একটি আর আমরা এটাও জানি কিভাবে পূর্ব পাকিস্তানে উপনির্বাচন হয়েছে। যেহেতু ভারতীয় আক্রমনের কারনে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তিনি অনেক ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন এবং এ বিষয়ে আমি প্রেসিডেন্টকে জানিয়েছি। আশা করি প্রেসিডেন্ট বিলম্ব করবেন না।
তিনি ইরানের একটি প্রবাদ শুনান দের আয়াদ দুরুস্ত আয়াদ। যা পরে আসে তাই ভাল। কিন্তু এটি ইরান নয় এটি পাকিস্তান। তিনি বলেন তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে যে মার্চে ক্ষমতা হস্তান্তরে তার বাধা প্রদানের পর পর বিদ্রোহীরা সংঘবদ্ধ প্রশিক্ষন পাকিস্তান বিরোধী প্রচারের সুযোগ কাজে লাগিয়েছে এ বিষয়ে তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রী বিদেশ সফরে গিয়ে পাকিস্তান বিরোধী প্রচার প্রোপাগান্ডা করেছে পক্ষান্তরে পাকিস্তান পাঠিয়েছে কিছু আমলা। তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে আন্তজার্তিক ষড়যন্ত্র চলছে। পাকিস্তানকে আরেকটি তাসখন্দ চুক্তির দিকে ধাবিত করছে। তিনি বেচে থাকতে তা হতে দেবেন না। তিনি বলেন তিনি শনিবার পর্যন্ত প্রেসিডেন্ট এর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। তার পর লাহোর যাব সেখান থেকে শত্রুর বিরুদ্ধে সংগ্রাম শুরু করব।