You dont have javascript enabled! Please enable it! 1971.12.02 | ভারতের অর্থমন্ত্রী ওয়াই বি চেবন বলেছেন যুক্তরাষ্ট্র যদিও তাদের অর্থনৈতিক সাহায্য বন্ধ করেনি তা সত্ত্বেও তারা সাহায্য বন্ধের আশঙ্কা করছেন - সংগ্রামের নোটবুক

০২ ডিসেম্বর, ১৯৭১ঃ ভারত

ইন্দিরা গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী নয়াদিল্লীতে কংগ্রেস দলের এক কর্মীসভায় ভাষণ-দানকালে বলেন,কোন বিদেশী রাষ্ট্রের নির্দেশ মতো ভারত তার নিজের প্রতিরক্ষা নীতি নির্ধারণ করবে না। জাতিসংঘ বা কোন বিদেশী রাষ্ট্র কি আমাদের এই গ্যারান্টি দিতে পারে পাকিস্তান ভারত আক্রমন করবে না। ব্রিটিশ পত্রিকার(গার্ডিয়ান) সুত্র ধরে তিনি বলেন ভারতকে কে আক্রমণকারী বলছে আর কে না বলছে তাতে ভারতের কিছু আসে যায় না। এখন আর সেই দিন নাই এক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রকে ৩০০০-৪০০০ মাইল দূর থেকে এসে আক্রমন করবে। ভারতের অবস্থার পরিবর্তন হয়েছে ভারত আর নেটিভ দের দেশ নয়। ৬৫ সালের যুদ্ধে ব্রিটেন ভুল করে ভারতকে আক্রমণকারী বলেছিল এখন সীমান্তে কি হচ্ছে তা তাদের দেখা উচিত। তিনি ব্রিটেনের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে বাস্তব দৃষ্টিভঙ্গি আশা করেন। কেউ আমাদের আক্রমণকারী বললেই আমরা বসে থাকব না। আমাদের জাতীয় স্বার্থে যা করার দরকার তাই আমরা করব। তিনি বলেন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেই লাখ লাখ লোক দেশে ফিরে যেতে পারে এবং সেখানে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারেন।

ভারতীয় জনসংঘ
ভারতের গাঝিয়াবাদে ভারতীয় জনসংঘ এর কার্যকরী সভার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাক ভারত সমস্যা নিয়ে সম্ভাব্য বৈঠক নিয়ে সরকারকে সতর্ক থাকার আহবান জানিয়েছে দক্ষিনপন্থী রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানের বিজেপি)। বৈঠকে চীন সীমান্তে সামরিক শক্তি কমানো এর নিন্দা করা হয়। চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সরকারী প্রচেষ্টার নিন্দা করা হয়।

ওয়াই বি চেবন

ভারতের অর্থমন্ত্রী ওয়াই বি চেবন বলেছেন যুক্তরাষ্ট্র যদিও তাদের অর্থনৈতিক সাহায্য বন্ধ করেনি তা সত্ত্বেও তারা সাহায্য বন্ধের আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্রের ভারতে অস্র বিক্রির নিষেধাজ্ঞার পর পার্লামেন্টের উচ্চ পরিষদে এক বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাথে তাদের রাজনৈতিক বিরোধ চলছে একটি স্বাধীন দেশ হিসেবে ভারত একাই তার নিজের সিদ্ধান্ত গ্রহন করতে পারে।