১ ডিসেম্বর ১৯৭১ঃ বিদেশে ইয়াহিয়ার দূতদের তৎপরতা
মাহমুদ আলী
জাতিসংঘে সাধারন পরিষদে পাকিস্তান প্রতিনিধিদলের নেতা ও উত্তর আফ্রিকায় প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিশেষ দুত মাহমুদ আলী আলজিয়ার্স থেকে তিউনিসিয়া সফর শুরু করেছেন সেখানে তিনি সে দেশের প্রেসিডেন্ট হাবিব বরগুইবার সাথে দেখা করে পূর্ব পাকিস্তান সমস্যা সম্পর্কে আলাপ আলোচনা করেন। তিনি প্রেসিডেন্ট এর কাছে ইয়াহিয়ার একটি পত্র হস্তান্তর করেন। আগে তিনি আলজিরিয়া সফর করেন এবং প্রেসিডেন্ট বুমেদিনের সাথে সাক্ষাৎ করে পূর্ব পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। প্রেসিডেন্ট বুমেদিন তাকে জানান আলজিরিয়া উভয় দেশ যুদ্ধের দিকে ধাবিত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেন। মাহমুদ আলী আলজিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আজিজ বউতিফ্লিকার সাথে এবং আলজিরিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট সাধারন সম্পাদক কায়েদ আহমেদের সাথে দেখা করে পূর্ব পাকিস্তান পরিস্থিতি তাদের কাছে তুলে ধরেন।
হুমায়ুন খান পন্নী
সিরিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদুত হুমায়ুন খান পন্নী সে দেশের প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সাথে দেখা করে পূর্ব পাকিস্তান সমস্যা সম্পর্কে আলাপ আলোচনা করেন। তিনি প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের এর কাছে ইয়াহিয়ার একটি পত্র হস্তান্তর করেন। সিরিয়া সোভিয়েত সমর্থনপুষ্ট দেশ হওয়ায় পাকিস্তান তাদের সমর্থন আদায়ে বেশ তৎপর ছিল।