You dont have javascript enabled! Please enable it! 1971.12.01 | তুর্কী পররাষ্ট্রমন্ত্রী ওসমান ওলকের পাকিস্তান সফর শেষে আঙ্কারা রওয়ানা হয়েছেন - সংগ্রামের নোটবুক

০১ ডিসেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক

ওসমান ওলকে
তুর্কী পররাষ্ট্রমন্ত্রী ওসমান ওলকের পাকিস্তান সফর শেষে আঙ্কারা রওয়ানা হয়েছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ সুলতান। পরে ইসলামাবাদ ও আংকারায় প্রকাশিত এক যুক্ত ইশতেহারে পাকিস্তানী এলাকা থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারে প্রভাব খাটানো এবং পাকিস্তানের আঞ্চলিক সংহতির প্রতি সন্মান জানানোর জন্য বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানানো হয়।
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ভারতে সকল প্রকার অস্র সরবরাহ বন্ধ করে দিয়েছে।
চীন
আলবেনিয়ার জাতীয় দিবসের আলোচনা সভায় চীন উপমহাদেশের প্রজ্বলিত আগুনে উস্কানি দেয়ার জন্য ভারত ও সোভিয়েত ইউনিয়নকে অভিযুক্ত করেছে। অনুষ্ঠানে ভারতের সমালোচনা করার সময় ভারতীয় রাষ্ট্রদূত ব্রজেশ কুমার অনুষ্ঠান বর্জন করেন।