১৫ মে বাঙলাদেশ দিবস
সমস্ত পার্টি শাখাকে ১৫ মে বাঙলাদেশ দিবস অবশ্যই পালন করতে হবে। কিন্তু এজন্য আন্দোলন আরম্ভ হয়ে না থাকরে এখনি তা করতে হবে এবং বাঙলাদেশ দিবস পালিত হওয়ার পরও তা চালিয়ে যেতে হবে। বাঙলাদেশের বিপ্লবী সংগ্রামে অংশ গ্রহণকারী জনগণকে সাহায্যদানের জন্য অর্থ সংগ্রহ করতে হবে এবং প্রত্যেক পার্টি সদস্যকে একদিনের মজুরী এই তহবিলে দান করতে হবে। সংগৃহীত অর্থ অবশ্যই দিল্লীতে কেন্দ্রীয় দপ্তরে সরাসরি পাঠাতে হবে। জাতীয় পরিষদ বাঙলাদেশের জনতা ও স্বাধীনতা শান্তি ধর্মনিরপেক্ষতার জন্য তার সগ্রামকে রক্ষার জন্য ভারতের সমস্ত জনতার কাছে।
সূত্র: কালান্তর, ৩০.৪.১৯৭১