You dont have javascript enabled! Please enable it! তারামন বিবি (বীর প্রতীক) - সংগ্রামের নোটবুক

তারামন বিবি (বীর প্রতীক)
১৯৫৭ – ১ ডিসেম্বর ২০১৮
যুদ্ধ করেছেন ১১ নং সেক্টরে। তাঁর সাহসিকতার জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাঁকে বীর প্রতীক খেতাব প্রদান করে। গেজেট সিরিয়াল নম্বর ৩৯৪। তাঁর বাড়ী কুড়িগ্রামে।