You dont have javascript enabled! Please enable it! 1971.11.30 | বিবিসি বলেছে গত মার্চ থেকেই পূর্ব পাকিস্তানে ছোট আকারে ভারতীয় সামরিক তৎপরতা ছিল - সংগ্রামের নোটবুক

৩০ নভেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক

বিবিসি বলেছে গত মার্চ থেকেই পূর্ব পাকিস্তানে ছোট আকারে ভারতীয় সামরিক তৎপরতা ছিল। চীনের ৯ নম্বর সহকারী প্রধানমন্ত্রী লি সিয়েনইয়ান আলবেনিয়ার জাতীয় দিবসের এক অনুষ্ঠানে ভারতকে ২য়বারের মত অভিযুক্ত করে বলেছেন যে তারা সোভিয়েত সমর্থন পুষ্ট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা ও সামরিক উস্কানি চালাচ্ছে। তারা বিগত কয়েক সপ্তাহে বিপুল সংখ্যক সৈন্য সীমান্তে পাঠিয়েছে এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা পাকিস্তানের কিছু ভূখণ্ড দখলও করেছে। এতে তার সরকার খুবই উদ্বিগ্ন। আমরা মনে করি আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান পাকিস্তান পররাষ্ট্র দপ্তর আয়োজিত এক ভোজসভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ওসমান ওলকে বলেন তার দেশ পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তানের যে কোন বিপদে তার দেশ পাকিস্তানের পক্ষে থাকবে। পাকিস্তান ইতিপূর্বে অনেক সঙ্কট মোকাবেলা করেছে তিনি আশা করেন এই সঙ্কটও তারা উত্তীর্ণ হবে। বিশ্ব এর বেশীর ভাগ দেশই পাকিস্তানের বক্তব্য বেশী করে উপলব্দি করছে।

আইসিআরসি সেক্রেটারি জেনারেল এর বিশেষ প্রতিনিধি পিসি স্টেনিসিস ঢাকা এসে পৌঁছেছেন। তার সাথে এসেছেন ব্রিটিশ রেডক্রস সোসাইটির ইন্টার ন্যাশনাল ডিরেক্টর কর্নেল গিল। তারা গভর্নর মালিক, পাকিস্তান রেডক্রসের সভাপতি বিচারপতি বি এ সিদ্দিকির সাথে দেখা করবেন। তার এক সপ্তাহ এখানে থাকবেন।
করাচীর উর্দু দৈনিক মাশরিকি জানিয়েছে ভারত পাকিস্তানের উপর হামলা বন্ধ না করলে ইরান ভারতকে তেল সরবরাহ বন্ধ করে দিবে। সম্প্রতি ইরান পাকিস্তানে ২০ টি সেব্যর জেট বিমান পাঠিয়েছে ইহা ৫২ টি ফেনটম বিমানের অতিরিক্ত। সৌদি আরব ৭৫ টি যুদ্ধ বিমান দিয়েছে। (পত্রিকাটি মাঝে মাঝে বিভ্রান্তি মুলক সংবাদ প্রচার করে)
জাতিসংঘ থেকে জানানো হয়েছে মহাসচিব উথান্ত ইয়াহিয়ার পত্র পেয়েছেন।