২৯ নভেম্বর ১৯৭১ঃ নূরুল আমিন
করাচী থেকে রাওয়ালপিন্ডি পৌঁছে নুরুল আমিন সাংবাদিকদের বলেন শত্রুর চ্যালেঞ্জ মোকাবেলায় জনসাধারনের প্রবল উৎসাহের সঠিক ব্যাবহার এবং তা সঠিক ভাবে চালনা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। পরে নুরুল আমিন প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে দেখা করেন। বৈঠক শেষে নূরুল আমিন পূর্ব পাকিস্তান ভবনে ফিরে এসে সাংবাদিকদের জানান, ভারতীয় হামলার ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় তিনি প্রেসিডেন্টকে কয়েকটি সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দিয়েছেন। তিনি যে সকল প্রস্তাব দিয়েছেন তা তিনি প্রকাশ করতে পারেন না। আলোচনা কালে প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন প্রস্তাবিত শাসনতন্ত্রে সর্বাধিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে।