২৯ নভেম্বর ১৯৭১ঃ গভর্নর ডা. মালিক
গভর্নর ডা. মালিক পশ্চিম-পাকিস্তানের করাচীতে সাংবাদিকদের বলেন, রাতের আঁধারে জীবনের ঝুঁকি নিয়ে এ পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার উদ্বাস্তু দেশে ফিরে এসেছে। ভারত বাধা না দিলে এ হার অনেক বেশি হত। তিনি বলেন সরকার আড়াই লাখ ভূমিহীনকে এক একর করে খাস জমি দিবে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন রাজাকারদের মধ্যে ব্যাপক হারে ভারতীয় চর অনুপ্রবেশ ঘটছে। এদের সনাক্ত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।