You dont have javascript enabled! Please enable it! 1971.11.29 | জাতিসংঘ | ইয়াহিয়া খান | আগা শাহী - সংগ্রামের নোটবুক

২৯ নভেম্বর, ১৯৭১ঃ জাতিসংঘ

ইয়াহিয়া খান

পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সীমান্তে ভারতের অব্যাহত হামলার বিষয় অবহিত করে জাতিসংঘ মহাসচিব উথান্ত বরাবর পত্র প্রেরন করেছেন। তিনি পূর্ব পাকিস্তানে সীমান্ত লঙ্ঘন পর্যবেক্ষণের জন্য সীমান্ত এলাকায় জাতিসংঘ পযবেক্ষক মোতায়েনের আবেদন জানান। গত অক্টোবরে উথান্ত এই প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান প্রস্তাব গ্রহন করলেও ভারত তা গ্রহন করেনি। পাক সরকারের একজন মুখপাত্র রাওয়ালপিন্ডিতে বলেন পাক ভারতের সমস্যা নিয়ে জাতিসংঘে বিতর্ক আয়োজনের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি বলেন এ ব্যাপারে তার দেশ বৃহৎ শক্তি বর্গের সাথে আলাপ করছে এবং তাদের মনোভাব পরীক্ষা করে দেখছে।

আগা শাহী

নিরস্রিকরন সংক্রান্ত জাতিসংঘ সাধারন পরিষদের এক বিতর্কে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী বলেছেন পাকিস্তানকে খণ্ডিত করা এবং এ অঞ্চলে প্রভাবশালী দেশ হওয়ার জন্য ভারত পূর্ব পাকিস্তানে হামলা করেছে। ভারত আক্রমনে জড়িত নয় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন এর বক্তব্য খণ্ডন করে আগা শাহী বলেন ভারত পূর্ব পাকিস্তানের একটি অংশ দখল করে সেখানে বিদ্রোহী সরকার বসিয়ে সে সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য পরিকল্পনা করেছে। পরে আগা শাহীর উত্তর দেয়ার জন্য ভারতের আরেক প্রতিনিধি নগেন্দ্র সিংহ অধিবেশনে ইন্দিরা গান্ধীর একটি আদেশ পরে শোনান। আদেশে ভারতীয় সেনাবাহিনীকে সীমান্ত অতিক্রম করতে না করেছেন। পাল্টা জবাবে আগা শাহী বলেছেন ভারতের প্রতিনিধি ইহা জানেন না যে ইন্দিরা গান্ধী সে আদেশ সংশোধন করে বলেছেন ভারতের সেনাবাহিনী সীমানা অতিক্রম করতে পারবে। পরে পাকিস্তানী প্রতিনিধিদলের আরেক সদস্য হামিদ জালাল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সংশোধিত আদেশ পড়ে শোনান।