২৯ নভেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং সশস্র বাহিনী প্রধান ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে ভারতের বিরুদ্ধে বীরত্ব পূর্ণ লড়াই করার জন্য নিয়াজিকে অভিনন্দন জানিয়ে একটি কেবল প্রেরন করেন। জুলফিকার আলী ভূট্টো পেশোয়ারে বলেছেন তিনি ইউসিপি নেতাদের সাথে জোট করতে পারেন না কারন তিনি তাদের কপট আখ্যায়িত করেছেন। নুরুল আমীন পিপিপির সাথে সহযোগিতা করতে প্রস্তুত আছেন কিন্তু খান কাইউম আবার পিপিপির সমালোচনা করেন। এ ধরনের কৌশল দেশকে সঙ্কটের মুখে ধাবিত করছে। তিনি বলেন পিপিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। পেশোয়ারে এক সমাবেশে ভূট্টো বলেন তিনি ভারতীয় আগ্রাসনে দেশের প্রতিরক্ষা ছাড়া আর কিছু ভাবছেন না।