পাকিস্তান আমলে শিক্ষায় বৈষম্য
শিক্ষার বৈষম্য ছিলো চোখে পড়ার মত। প্রাইমারী স্কুল পূর্ব বাংলায় ১৯৪৮ সালে প্রায় ৩০ হাজার থাকলেও সেটা না বেড়ে কমে ১৯৭০ সালে ২৯ হাজার হয়ে গেল। অথচ পশ্চিম পাকিস্তানে ছিলো মাত্র ৮ হাজার, যা বেড়ে হল ৩৯ হাজার!! যেহেতু প্রাইমারী থেকেই শিক্ষাটা নিয়ন্ত্রণে আনা হল তাই হাই স্কুলের সংখ্যা আর বাড়ানোর দরকার পড়েনি। The table below shows massive control of the primary education of East Pakistan to destroy its education level from the very beginning. On the other hand, the number of primary schools raised about 4 times in West Pakistan in 22 years of timespan.