২৮ নভেম্বর ১৯৭১ঃ সিনেটর ফ্রাঙ্ক চার্চ ও সিনেটর সেক্সবি এর কলকাতা সফর
মার্কিন ডেমোক্রেট দলীয় সিনেটর ফ্রাঙ্ক চার্চ কলকাতা সফরে এসে বলেছেন বর্তমান সমস্যার কারনে পাকিস্তান পূর্ব পাকিস্তান হারাতে পারে। তিনি বলেন পূর্ব ও পশ্চিম পাকিস্তান আগের মত একীভূত থাকবে বলে আমার বিশ্বাস হয়না। চার্চের সাথে তার আরেক রিপাবলিকান সিনেটর সেক্সবি তার সফর সঙ্গী হিসেবে কলকাতায় এসেছেন। কলকাতায় শরণার্থী শিবির পরিদর্শন করে দিল্লি যাওয়ার প্রাক্কালে চার্চ বলেন নিরাপত্তার ব্যাবস্থা করেই শরণার্থী প্রত্তাবাসন করা উচিত। চার্চ বলেন এই সমস্যা কেবল ইস্লামাবাদ এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে আপোষ আলোচনার মাধ্যমেই সম্ভব আর এই জন্য দরকার শেখ মুজিবের মুক্তি ও তার সাথে ইয়াহিয়ার আলোচনায় বসা।
নোটঃ কলকাতায় আসার আগে সেক্সবি পাকিস্তান সফর করেন এবং মুজিবের সাক্ষাত প্রার্থী ছিলেন। তাকে সেই সুযোগ দেয়া হয় নি। বাংলাদেশ আন্দোলনে জোরালো সমর্থনের কারনে ২০১৩ সালে চার্চ কে বাংলাদেশ বন্ধু খেতাব দেয়া হয়।