২৭ নভেম্বর ১৯৭১ঃ করাচীতে নুরুল আমিন
লাহোর হতে করাচীতে আসার পর বিমানবন্দরে পিডিপি পূর্ব পাকিস্তান প্রধান নুরুল আমিন সাংবাদিকদের বলেন ৭টি রাজনৈতিক দলের এক দলে পরিনত হওয়ার সম্ভাবনা আছে। নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা ইয়াহিয়ার সাথে দেখা করার পর তাদের দল হতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে আবেদন জানিয়েছেন সে ব্যাপারে তিনি প্রেসিডেন্ট তার মতামত নিয়ে কোন কিছু করেননি এবং করছেনও না। তিনি ন্যাপ কে নিষিদ্ধ করেছেন নিশ্চয় তার কাছে কিছু প্রমান আছে। অপর এক সভায় তিনি বলেন ভারতের মুসলমানদের পৃথক আবাস ভুমি হিসেবে পাকিস্তান শামিল হয়েছে তাই মুসলমানদের উচিত সামনে থেকে পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি রক্ষা করা। তিনি বলেন প্রায় সকল পূর্ব পাকিস্তানী নেতৃবৃন্দ এখন পশ্চিম পাকিস্তানে অবস্থান করছেন। এটা একটা মহা ঐক্য। এভাবে ঐক্যবদ্ধ থাকলে পাকিস্তান দুর্ভেদ্য প্রাচীরে পরিনত হবে তখন যে কেউ আক্রমন করুক না কেন সে নিশ্চিত ভাবে পর্যুদস্ত হবে।