১০ ফেব্রুয়ারী ১৯৭০ঃ বঙ্গবন্ধু নয় মুজিব হিটলার – ছাত্র ইউনিয়ন (মেনন)
পল্টন ময়দানে আওয়ামী লীগের বিরুদ্ধে চরম বিদ্বেষমূলক বক্তব্য দেয়ায় পল্টনে ন্যাপ ভাসানী সমর্থকদের সাথে আওয়ামী লীগের বিক্ষুব্ধ সমর্থকদের সাথে সংঘর্ষে ন্যাপ এর কথিত দুই কর্মীর মৃত্যুতে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সভায় শেখ মুজিবকে হিটলার আখ্যায়িত করা হয়। ছাত্রনেতা মোস্তফা জামাল হায়দার এ আখ্যা দেন। এর আগে একই রকম বক্তব্য এর জের ধরে ছাত্রলীগ জামাত এবং পিডিপির সভা ভণ্ডুল করে দিয়েছিল। জামাতের সাথে সংঘর্ষের সময় জামাতের এক কর্মী নিহত হয়েছিল।
যুগভেরী, সিলেট, ১১ ফেব্রুয়ারী