২৬ নভেম্বর ১৯৭১ঃ ঝিনাইদহে লেঃ জেনারেল নিয়াজী
লেঃ জেনারেল নিয়াজী ঝিনাইদহে এক বিরাট জনসভায় ভারতের আক্রমনের বিরুদ্ধে তার সেনাবাহিনীর লড়াই এর প্রশংসা করেছেন। তিনি সেনাবাহিনীর পাশে থাকার জন্য যশোর বাসীকে ধন্যবাদ জানান। তিনি যশোর বাসীকে বীর মুজাহিদ আখ্যায়িত করে বলেন পাকিস্তানের প্রত্যেক নাগরিক নিজ নিজ দায়িত্ব আন্তরিক ভাবে পালন করে এবং সেনাবাহিনীর সহযোগিতা করে দেশের প্রতিরক্ষার কাজে সামিল হতে পারে। তিনি মুসলিম জাতির ইতিহাস টেনে বলেন ভারত এই অঞ্চলের মুসলমান দের শাসন করতে চায় কিন্তু মুসলমানগন তাহা হতে দিবে না। জনসভায় জনগন ভারতীয় হামলা প্রতিহত করার ব্যাপারে সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দেয় এবং দেশের জাতীয় পতাকা উড়িয়ে ও দেশাত্মবোধক স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে যাতে লেখা ছিল ভারতকে খতম কর,রক্ত দিয়ে আমরা জাতীয় সংহতি রক্ষা করব, বীর সেনাবাহিনীকে সালাম ইত্যাদি। সভায় শান্তি কমিটির নেতৃবৃন্দ এবং উপনির্বাচনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত এমএনএ গন উপস্থিত ছিলেন। ২২ নভেম্বর নিয়াজির সাথে যে সকল বিদেশী সাংবাদিক যশোর এসেছিলেন তাদের রেকর্ড করা ফুটেজ গণমাধ্যম গুলো প্রচারের জন্য মুক্ত করেনি কেবল রয়টারের ভিডিও মাত্র কয়েক সেকেন্ড আখাউরার সাথে মিশ্রন করে প্রচার করা হয়।