You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | প্রাদেশিক জামাত | গোলাম আজম | জামাত প্রাদেশিক সেক্রেটারী আবদুল খালেক - সংগ্রামের নোটবুক

২৬ নভেম্বর ১৯৭১ঃ প্রাদেশিক জামাত

গোলাম আজম
প্রাদেশিক জামাত আমীর গোলাম আজম লাহোরে জামায়াতে তালাবা আয়োজিত এক সম্বর্ধনা সভায় বলেন, জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী হলে পূর্ব পাকিস্তান থেকে প্রেসিডেন্ট হবে এ বিষয়ে ভুট্টোর উচিত হবে তা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান থেকে অঙ্গীকার আদায় করা। তিনি বলেন মেয়াদকাল যতদিন ই হোক এক অংশ থেকে দুটি পদ পূরণ পূর্ব পাকিস্তানের জনগন মেনে নেবে না। তিনি বলেন প্রধানমন্ত্রীর জন্য ভূট্টো র জেদ ধরা উচিত নয় এতে পূর্ব পাকিস্তানীরা আরও ক্ষুব্দ হবে। তিনি বলেন আগে জাতীয় পরিষদ পূর্ণাঙ্গ হোক শাসনতন্ত্র হোক তার পর দেখা যাবে কারা সরকার গঠন করবে।
জামাত প্রাদেশিক সেক্রেটারী আবদুল খালেক
পূর্ব-পাকিস্তান জামাতের সেক্রেটারী আবদুল খালেক ন্যাশনাল আওয়ামী পার্টি সহ সকল সমাজতন্ত্রী দল নিষিদ্ধের এবং নেতাদের গ্রেফতারের দাবি জানান। তিনি উল্লেখ করেন, এদের উস্কানিতেই মুজিব বিচ্ছিন্নতাবাদীদের পথে অগ্রসর হয়। মূলত শেখ মুজিব এই সব সমাজতন্ত্রীদের খপ্পড়ে পড়েছিলো। পূর্ব-পাকিস্তান জামাতের ডেপুটি আমীর আব্বাস আলী খান, শ্রম সম্পাদক শফিউল্লাহ, প্রচার সম্পাদক নূরুজ্জামান ভারত কর্তৃক পাকিস্তানের বেসামরিক ব্যক্তিদের হত্যার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানকে সমর্থন দেয়ার জন্যে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানান।