২৫ নভেম্বর ১৯৭১ঃ ভারতের পার্লামেন্টে ইন্দিরা – সরণ
ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে বলেন আত্মরক্ষার প্রয়োজনে তার দেশের বাহিনীকে পূর্ব পাকিস্তানে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। ২১ তারিখে যশোরের বয়রা এলাকায় পাক বাহিনীর আক্রমনের পাল্টা জবাব দিতেই সেখানে পূর্ব পাকিস্তানের ভিতরে ভারতের ট্যাঙ্ক বাহিনী প্রবেশ করেছিল।
সরণ সিং
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরণ সিং পার্লামেন্টে বলেছেন বাংলাদেশ প্রশ্নে আন্তজার্তিক দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই পাকিস্তান ভারত খতম কর কর্মসূচী নিয়েছে। তিনি পূর্ব বাংলায় ভারতীয় সেনাবাহিনীর আক্রমন এবং কিছু এলাকা দখল করার খবর অস্বীকার করেছেন। পাকিস্তানের প্রচারণা ব্যার্থ করার জন্য ভারত সার্বক্ষণিক বিদেশী শক্তির সাথে যোগাযোগ রাখছে। উপমহাদেশের সমস্যা সমাধানের জন্য সোভিয়েত ইউনিয়ন আরেকটি তাসখন্দ বৈঠকের আয়োজন করছে এমন সংবাদ তিনি অস্বীকার করেছেন।