২৫ নভেম্বর ১৯৭১ঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার
ফতুল্লার মাসদাইরে সকালে একদল দুষ্কৃতিকারী টুক্কু সরদার নামে এক বেক্তির বাড়ীতে গিয়ে তাকে গুলী করে হত্যা করে।
বসিলা, কেরানীগঞ্জ ও খিলগাঁও থেকে গুলিবিদ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিটফোর্ড হাসপাতালে কেরানীগঞ্জ থেকে আগত গুলিবিদ্ধ ১৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের দুজন আজ মারা যায়।
নারায়ণগঞ্জের কালিরবাজারে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত একজন আহত হয়েছে।
ঢাকার কাচাবাজারে আমদানী কম হওয়াতে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। কেরোসিন এখন নাগালের বাহিরে। রেশন করেও চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তরিতরকারী পিয়াজ এর দর সের প্রতি এক টাকা থেকে দেড় টাকা বিক্রি হচ্ছে। ডিমের হালি এক টাকা।