You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | বিদেশে পাকিস্তান প্রতিনিধিদলের তৎপরতা - সংগ্রামের নোটবুক

২৫ নভেম্বর ১৯৭১ঃ বিদেশে পাকিস্তান প্রতিনিধিদলের তৎপরতা

জাতিসংঘের দায়িত্ব পালন শেষে মাহমুদ আলী কয়েকটি মুসলিম দেশের দায়িত্ব নিয়ে প্রথমে মরক্কো সফর করেন। সেখানে তিনি মরক্কোর বিরোধী দলীয় ইস্তেক লাল পার্টির মুখপাত্র দৈনিক আল আলম এবং এল্পিনিও পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেন পাকিস্তান আক্রান্ত হলে বরফের কারনে চীনের সাথে তাদের সীমান্ত বন্ধ সত্ত্বেও চীন পাকিস্তানের সাহায্যে এগিয়ে আসবে। জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতা মাহমুদ আলী রাবাতে সাংবাদিকদের জানায়, প্রতিকূল পরিবেশ সত্ত্বেও চীন পাকিস্তানকে সাহায্য দেবে।
জাতিসংঘে পাক প্রতিনিধিদল তার দেশের সরকারের একটি পত্র নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান পোল্যান্ডের ইউজেনিয়াস কুলুয়াগারের নিকট হস্তান্তর করেন।
বিদেশ থেকে ফিরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান করাচী বিমানবন্দরে বলেছেন ভারতের হামলার বিষয় তারা জাতিসংঘে উত্থাপন করার জন্য সক্রিয় বিবেচনা করছে।
ফ্রান্সে পাকিস্তানের রাষ্ট্রদূত সলিমুল্লাহ খান দেহলভি বলেছেন পাক ভারত সঙ্ঘাতে চীন এখনও জড়িত হয়নি তারা এখনও যুদ্ধের বাহিরে সমাধানের পক্ষে তবে পাকিস্তান বিপদে পড়লে চিন পাকিস্তান কে রক্ষায় রগিয়ে আসবে।