২৫ নভেম্বর ১৯৭১ঃ তক্ষশীলায় প্রেসিডেন্ট ইয়াহিয়া
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তক্ষশীলায় ভারী শিল্প কারখানা উদ্বোধনের সভায় ভাষণে বলেন পাকিস্তান যুদ্ধ চায় না। তবে এটা জানাতে চাই আমরা সর্বশক্তি দিয়ে দেশের আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদা রক্ষা করবো। ভারতীয় কার্যকলাপের প্রেক্ষিতে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তাতে দুটি দেশ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার আর পথ থাকবে না। পাকিস্তানের বিপদে চীন সরকার পাশে থাকবে এমন আশ্বাস দেয়ায় তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষণের পূর্বে চীনা যন্ত্র নির্মাণ মন্ত্রী লি সুই চিং তার ভাষণে তার সরকারের পক্ষ থেকে এই আশ্বাস দেন।