বর্ণবিদ্বেষ বিরােধী আন্দোলন ও বাঙলাদেশের পক্ষে
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৫ এপ্রিল বর্ণবিদ্বেষ বিরােধী আন্দোলন (পব;) আন্তর্জাতিক সটুডেন্টস হাউসের সভাপতি শ্রীজুথাওডডাণ্ডি আজ এক বিবৃতিতে মানবতার বিরুদ্ধে বাঙলাদেশে পাক সামরিক চক্রের গণহত্যার প্রতি তীব্র ধিক্কার জানান।
বিবৃতিতে তিনি জানান যে, তাঁরা যে কোন রকমের অত্যাচার, শােষণ, ববরতা প্রভৃতির বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাসহ অন্য যে কোন জায়গারই দেওয়ালের লিখন দেখা উচিত। জনগণের দুঃখ দুর্দশার পরিবর্তে সাম্রাজ্যবাদী শক্তিসমূহ লাভবান হয়, এই ধরণের কাজ তারা করে যা ক্ষমার অযােগ্য।
অবিলম্বে এই ধরণের গণহত্যা বন্ধের জন্য তারা সমস্ত রকম সংহতি মূলক প্রতিষ্ঠান ও বিভিন্ন দলের কাছে শ্রী ওডডাণ্ডি বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।
সূত্র: কালান্তর, ৭.৪.১৯৭১