২৪ নভেম্বর ১৯৭১ঃ কসবা ফ্রন্ট
(পাকিস্তানী ভাষ্য) পাকিস্তানী অবস্থানের বিদেশী সাংবাদিকরা চৌগাছা এবং কসবা ফ্রন্ট পরিদর্শন করেছেন। তারা সেখানে পাকিস্তানী বাহিনীর হাতে ভারতীয় বাহিনীর মার খাওয়ার দৃশ্য নিজ চোখে দেখেছেন। কসবায় তাদের গতকালের যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে থাকা লাশ দেখানো হয়েছে (তবে পরে এ সংক্রান্ত কোন ভিডিও প্রকাশ হয়নি)। (আন্তজর্তিক ভাষ্য) ভারতে অবস্থানরত বিদেশী সাংবাদিকরা গতকাল কসবা রেল ষ্টেশন সফর করেন। চন্দ্রপুর যাওয়ার সুযোগ না থাকায় ২ কিমি দক্ষিন পশ্চিমে তারা দখলকৃত কসবা রেলস্টেশনের বিভিন্ন চিত্র ধারন করেন। তারা আজ একটি বড় ভারতীয় আক্রমনের আগে সালদা নদীতে মুক্তিযোদ্ধাদের প্রস্তুতির চিত্র ধারন করেন। তারা দুদিন আগে দখল করা মন্দভাগ রেলস্টেশন এবং সালদা নদীতে পাকিস্তানী ক্যাম্প হিসেবে ব্যাবহারকৃত স্কুলের দৃশ্য ধারন করেন। টেলিভিশন গুলো ভারতীয় অংশের ধারন করা ক্লিপ গুলো প্রচার করে।