২৩ নভেম্বর ১৯৭১ঃ ভারতের সর্বাত্মক যুদ্ধ এবং ঢাকায় ব্যাপক বোমা বিস্ফোরণের প্রেক্ষিতে বিদেশী গন মাধ্যমের ঢাকার নিরাপত্তা বেবস্থার চিত্রায়ন।
পূর্ব সেক্টরে ভারতের প্রবল আক্রমনের মুখে পাকিস্তান তার রিজার্ভ বাহিনী তলব করেছে। কতক ভারতীয় যুদ্ধবন্দীদের আরেকদফা সাক্ষাৎকার ধারন ও পরে প্রচার করা হয়। সীমান্ত সামলাতে ৭০০০০ পাকিস্তানী বাহিনীর পুরোটাই বেস্ত রয়েছে ফলে ঢাকা অনেকটাই অরক্ষিত। ঢাকার নিরাপত্তা দেখাতে তারা বায়তুল মোকাররমের একটি টহল পার্টির চিত্রায়ন করে।