২৩ নভেম্বর ১৯৭১ঃ দেশে জরুরী অবস্থা ঘোষণা
পূর্ব পাকিস্তানের বিভিন্ন অংশে ভারতীয় আক্রমনের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সমগ্র দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। পাকিস্তান রেডিও দুপুর একটায় এ সংবাদ প্রচার করে। এই সংবাদ এরই মধ্যে পাকিস্তান গেজেট ভুক্তি হয়েছে। ইয়াহিয়া খান বলেন, পাকিস্তান বৈদেশিক আক্রমণের মুখোমুখি হয়েছে এবং দেশে মারাত্মক জরুরি অবস্থা বিরাজ করছে। সরকারের একজন মুখপাত্র বলেছেন জরুরী অবস্থা জারীর দরুন ক্ষমতা হস্তান্তর বিঘ্নিত হবে না। রাজার বাগে পুলিশ লাইনের পাশে বোমা বিস্ফোরণে দুই পুলিশ এক রিকশা চালক আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামরিক আইন প্রশাসক ও আদালত কর্নেল বশীর আহমদের তেজগা এমপিএ ভবনে এজলাসে ৯ বেক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এরা সবাই মুনশিগঞ্জের সিরাজদি খানের বাসিন্দা। প্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পশ্চিম পাকিস্তান ফিরে গেছেন। তিনি উপনির্বাচন স্থগিত রাখার ব্যাপারে হয়ত সরকারের সাথে আলাপ আলোচনা করতে পারেন।