রাজাকারদের হালনাগাদ তালিকা তৈরির সিদ্ধান্ত
স্টাফ রিপাের্টার, যশাের অফিস ॥ জনকণ্ঠের সাড়া জাগানাে সময়ের সাহসী প্রতিবেদন “সেই রাজাকার’ ধারাবাহিকভাবে প্রতিদিন ছাপা হওয়ার কারণে সরকার রাজাকারদের একটি হালনাগাদ তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গেছে। জনকণ্ঠে প্রকাশিত রাজাকারদের নৃশংসতার সূত্র ধরে একটি গুরুত্বপূর্ণ গােয়েন্দা সংস্থাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। ঢাকা থেকে ইতােমধ্যে জেলা পর্যায়ের ঐ গােয়েন্দা অফিসে চিঠি পাঠানাে হয়েছে। জানা যায়, এ চিঠি পাওয়ার পর গােয়েন্দা কর্মকর্তারা রাজাকারদের সম্পর্কে খোঁজখবর নেয়া শুরু করেছেন। এক কর্মকর্তা জানান, জনকণ্ঠের রিপােটে যেসব রাজাকারের নাম ছাপা হয়েছে প্রাথমিক পর্যায়ে তাদের তালিকা প্রস্তুত করা হবে। প্রত্যেক রাজাকারের অতীত কার্যকলাপ, নৃশংসতা, বর্তমান অবস্থান ছাড়াও পৃথক পৃথকভাবে তাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হবে। রাজাকারের বৃত্তান্ত জেনে ব্যক্তিভিত্তিক ফাইল মাঠ পর্যায় থেকে কর্মকর্তারা ঢাকায় পাঠাবেন।
জনকণ্ঠ ॥ ০৬-০৪-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন