You dont have javascript enabled! Please enable it! জয়পুরহাটের সেই রাজাকার আলীম এবার নিজেকে ভাষাসৈনিক হিসাবে প্রচারে নেমেছেন - সংগ্রামের নোটবুক

জয়পুরহাটের সেই রাজাকার আলীম এবার নিজেকে ভাষাসৈনিক হিসাবে প্রচারে নেমেছেন!

জয়পুরহাট, ২৫ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ অবশেষে সেই রাজাকার আব্দুল আলীম নিজেকে ভাষাসৈনিক হিসাবে প্রচার করতে নেমেছেন। জয়পুরহাটে সভা করে তিনি এই প্রচার শুরু করেছেন। একুশের প্রথম প্রহরে ‘৭১-এর খুনী, সেই রাজাকার’, বিএনপি দলীয় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের কুশপুত্তলিকা দাহ করলে বিএনপির আলীম অংশ প্রতিবাদ সমাবেশ করে। মিছিল, সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের চামড়া তুলে নেয়ার প্রকাশ্য ঘােষণা দেয়া হয়। এসব সমাবেশ ও মিছিলে আব্দুল আলীমকে ভাষাসৈনিক ও ‘৫২-র নিরাপত্তাবন্দী হিসাবে ঘােষণা দেয়া হয়। আব্দুল আলীমসহ তার সমর্থকদের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে জেলায় বিভিন্ন পর্যায়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ‘৭১-এর প্রজন্ম, যুবলীগ, ছাত্রলীগ এ ধরনের রাজাকারী তৎপরতার বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। শনিবার রাতে জয়পুরহাট রেল চত্বরের মঞ্চে থানা ও শহর বিএনপি আয়ােজিত সমাবেশে আব্দুল আলীম একুশের প্রথম প্রহরে তাকে ‘৭১-এর খুনী রাজাকার হিসাবে চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিকে হাস্যকর বলে অভিহিত করেন। তিনি বলেন, বিল ক্লিনটনের কুশপুত্তলিকা বাংলাদেশে দাহ করা হয়েছে, কিন্তু তার কিছুই হয়নি। আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, কিন্তু কিছুই হবে না।

জনকণ্ঠ ॥ ২৬-০২-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন