You dont have javascript enabled! Please enable it! জয়পুরহাটে সেই রাজাকার আব্দুল আলীমের কুশপুত্তলিকা দাহ ॥ বিচার দাবি - সংগ্রামের নোটবুক

জয়পুরহাটে সেই রাজাকার আব্দুল আলীমের কুশপুত্তলিকা দাহ ॥ বিচার দাবি

জয়পুরহাট, ২১ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ ‘৭১-এর খুনী সেই রাজাকার’, বিএনপি দলীয় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের কুশপুত্তলিকা দাহ ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি করেছে জয়পুরহাট জেলা যুবলীগ ও ছাত্রলীগ। একুশের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। একুশের প্রথম প্রহরে শহীদ ডা. আবুল কাসেম মাঠস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শত শত মানুষের সামনে সেই রাজাকার আব্দুল আলীমের বিচার দাবি করা হলে অগণিত মানুষ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তারা দাবি জানায়, ‘৭১-এর ঘাতকদের বাংলার মাটিতেই বিচার করতে হবে। শহীদ মিনার প্রাঙ্গণে অসংখ্য মানুষ সেই রাজাকার আব্দুল আলীমের কুশপুত্তলিকা দাহ করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার দাবি করায় যুবলীগ ও ছাত্রলীগকে অভিনন্দন জানায়। একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ রকম প্রতিবাদ ও দাবি করা উচিত বলে অনেকেই মন্তব্য করেন। এদিকে আব্দুল আলীমের বিচার ও কুশপুত্তলিকা দাহ করায় তার সমর্থিত জেলা বিএনপি অংশ বুধবার সকালে প্রতিবাদ সভা করে ।

জনকণ্ঠ ২২-০২-২০০১

সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন