সেই রাজাকার কাই সিরাজের পক্ষে এক বড় আমলা ও পুলিশ কর্তার তদ্বির!
মানিকগঞ্জ, ৩ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ ‘৭১-এর রাজাকার কুষ্টিয়ার কাই সিরাজের ছেলেরাও বাবার মতােই ধূর্ত, সুযােগসন্ধানী। বাবার মুখােশ উন্মােচিত হওয়ায় ওদের মানইজ্জত নিয়ে এখন টানাটানি। ইজ্জত উদ্ধার আর অবৈধ উপায়ে উপার্জিত টাকার পাহাড় রক্ষায় তারাও চালাচ্ছে খুঁটির চাল। জনকণ্ঠে কাই সিরাজের কুকীর্তি প্রকাশ হওয়ার পর মানিকগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘােষণা করা হয়েছে। বাবার অপরাধ স্বীকার করে মাফ না চাইলে ছেলেদের শহরে ঢুকতে দেয়া হবে না- এই জনরােষ থেকে বাচার জন্য সিরাজের এক ছেলের শ্বশুরবাড়ির দিক থেকে আত্মীয় এমন এক বড় আমলাকে দিয়ে মানিকগঞ্জের নেতৃস্থানীয়দের মধ্যে ও প্রশাসনে তদ্বির চালাচ্ছে। বড় এক পুলিশ কর্মকর্তাও কাইটু সিরাজের হয়ে মানিকগঞ্জ পুলিশকে সতর্ক করে দিয়েছে যাতে ঐ রাজাকার পরিবারের কোন ক্ষতি না হয়। সাটুরিয়ার কামতা গ্রামে কাই সিরাজ ও তার পরিবারের বাগানবাড়ি। ঐ গ্রামের এক ইউপি মেম্বার দায়িত্ব নিয়েছে বাগানবাড়ি ও কাইঠুর পরিবারকে রক্ষার। লাঠিয়ালের দায়িত্বের জন্য ঐ মেম্বার আদায় করে নিয়েছে মােটা অঙ্কের টাকা। মানিকগঞ্জের বেশ কয়েক প্রভাবশালী নেতাও পেয়েছে মােটা অঙ্কের | ভেট। কাইঠর এক ছেলে যে মানিকগঞ্জে লেখাপড়া করেছে সেই ছেলেই তার। বন্ধুবান্ধবদের সাহায্যে এই ম্যানেজ প্রক্রিয়া চালাচ্ছে। সে বেশ কয়েকজনকে বলেছে, সবকিছু টাকা দিয়ে ম্যানেজ করে নেব।
জনকণ্ঠ ॥ ০৪-০২-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন