আদমদীঘির সেই রাজাকার সম্পর্কে রিপাের্ট প্রকাশের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
সান্তাহার, ৩ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ দৈনিক জনকণ্ঠের ১ ফেব্রুয়ারি সংখ্যায় সেই রাজাকার কলামে আদমদীঘি ও দুপচাচিয়া এলাকার সংসদ সদস্য আব্দুর মজিদ তালুকদারের ১৯৭১ সালে স্বাধীনতাবিরােধী তৎপরতা সম্পর্কে প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে শনিবার সন্ধ্যা সােয়া ৭টার দিকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে গুটিকয়েক কর্মী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা দৈনিক জনকণ্ঠ এবং জনকণ্ঠের সান্তাহার সংবাদদাতা মােঃ হারেজুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর স্লোগান দেয়। এ ছাড়া থানা বিএনপির পক্ষ থেকে রবিবার সকালে সান্তাহারে গণমিছিলের ডাক দেয়া হয়েছে। এ নিয়ে স্বাধীনতার সপক্ষ ও বিপক্ষ শক্তির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জনকণ্ঠ ॥ ০৪-০২-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন