জনকণ্ঠে ‘সেই রাজাকার’ ॥ আদমদীঘিতে তােলপাড়
সান্তাহার, ১ ফেব্রুয়ারি, নিজস্ব সংবাদদাতা ॥ দৈনিক জনকণ্ঠে বৃহস্পতিবারের সংখ্যায় ‘সেই রাজাকার’ ধারাবাহিকে ‘আদমদীঘির সব হত্যা লুণ্ঠন অগ্নিসংযােগের হােতা আব্দুল মজিদ তালুকদার তিনবার এমপি’ শীর্ষক কাহিনী নিয়ে সান্তাহারসহ গােটা আদমদীঘি উপজেলায় চলছে তােলপাড়। ১১ দল আহূত হরতালের কারণে পত্রিকা পৌছতে বিলম্ব হয়। হরতাল অবসরের কারণে এমনিতেই পত্রিকার চাহিদা ছিল বেশি, তার মধ্যে এই চমক। ফলে বেলা ১১টার পর পাঁচ শ’ টাকায়ও একটি জনকণ্ঠ পাওয়া যায়নি। পত্রিকা পৌছার সাথে সাথেই শেষ হয়ে যায়। লাইন দিয়ে পাঠককে জনকণ্ঠ পাঠ করতে দেখা গেছে। শত শত ফটোকপি বিক্রি হয়। সংক্ষিপ্ত এ কাহিনী পড়েই স্বাধীনতার সপক্ষ শক্তির লােকজন খুশি। অনেকে মিষ্টি বিতরণ করেছে বলেও জানা যায়। স্থানীয় বিএনপির রাজাকারবিরােধী অংশও ধন্যবাদ জানিয়েছে জনকণ্ঠকে । বিশেষ করে ৩০/৩৫ বছর বয়সী ও আগামী প্রজন্মের পাঠক-পাঠিকাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। তবে প্রকাশিত কাহিনী অতিসংক্ষেপ বলে অনুযােগ করেছে সর্বস্তরের মানুষ।
জনকণ্ঠ ॥ ০২-০২-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন