আদম শফিউল্লার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ কাল
কুমিল্লা, ১ ফেব্রুয়ারি, সংবাদদাতা ॥ সেই রাজাকার আদম শফিউল্লা ওরফে মুহাম্মদ জাকারিয়াসহ কুমিল্লার সকল স্বাধীনতাবিরােধী রাজাকার, আল বদর, আল শামসের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদ, কুমিল্লা জেলা কমান্ড আয়ােজিত আগামী শনিবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রতি বিভিন্ন সংগঠন। একাত্মতা প্রকাশ করেছে। এসব সংগঠন মিছিল নিয়ে কর্মসূচীতে অংশ নেবে। মুক্তিযােদ্ধা যুব কমান্ড, কুমিল্লা জেলা শাখার সভাপতি মহিউদ্দীন ফারুকী, সাধারণ সম্পাদক এ্যাডভােকেট মহিউদ্দিন আলম, মুক্তিযােদ্ধা ছাত্র কমান্ড, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মিঠু, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডার মজিবুল হক মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযােদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অলিউর রহমান খােকন, সাধারণ সম্পাদক প্রমােদ রঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, শনিবারের কর্মসূচীতে সংগঠনের সদস্যরা দলে দলে অংশ নেবে।
শনিবারের কর্মসূচীর প্রতি আরও একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কুমিল্লা জেলা শাখা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জেলা শাখা, কুমিল্লা ফটো জার্নালিস্ট এ্যাসােসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। মুক্তিযােদ্ধা সংসদ শনিবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক মুক্তিযােদ্ধা ‘ এবং মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র-জনতা অংশ নেবে বলে আশা করছে। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে সেই রাজাকার কলামে মুক্তিযােদ্ধা হত্যাকারী আদম শফিউল্লা এখন শিল্পপতি’ শিরােনামে একটি প্রতিবেদন প্রকাশের পর শফিউল্লা ওরফে জাকারিয়াকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘােষণা করে ২৬ মার্চ গণআদালতে বিচার করা এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। শনিবার সকাল দশটায় শহরের গােয়ালপট্টিস্থ মুক্তিযােদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল এবং পূবালী চত্বরে সমাবেশ করা হবে ।
জনকন্ঠ ॥ ০২-০২-২০০১
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন