জয়পুরহাট
মুক্তিযোেদ্ধা হত্যাকারী আব্দুল আলীম এখন জনপ্রতিনিধি
জনকণ্ঠ রিপাের্ট ॥ স্বাধীনতা যুদ্ধের বিরােধিতা করা ও মুক্তিযােদ্ধাসহ মুক্তিকামী মানুষদের হত্যার অভিযােগ রয়েছে যে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তিনি এখন জনপ্রতিনিধি। হয়েছেন সংসদ সদস্য। স্বাধীনতা ও বিজয় অর্জনের ২৯ বছর পর এলাকায় দাবি উঠেছে যুদ্ধাপরাধী এই রাজাকারের বিচারের। তার নাম আব্দুল আলীম। বিজয় অর্জনের প্রায় তিন মাসের মধ্যে জয়পুরহাট থানায় আব্দুল আলীমের বিরুদ্ধে দালাল আইনে মামলা দায়ের হয় যার নম্বর ১১/৩৮ তারিখ ২৬/৩/৭২। এ মামলা দায়ের করেন জয়পুরহাট থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর ফণীভূষণ। তার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বিরােধিতা করার অভিযােগও সে সময় সরকারীভাবে তদন্তে প্রমাণিত হয়। এই আব্দুল আলীম বর্তমানে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য। এর আগে জিয়াউর রহমানের শাসনামলে তিনি (আলীম) ছিলেন রেলমন্ত্রী। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আব্দুল আলীম ছিলেন কথিত শান্তি কমিটির চেয়ারম্যান। হানাদার পাকিস্তানী সেনাবাহিনীর দোসর হয়ে তিনি তৈরি করেছিলেন এক রাজাকার বাহিনী। এই আলীম পাকি সেনা ও রাজাকারদের দিয়ে হত্যা করিয়েছে এ দেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযােদ্ধাদের। মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাটের সীমান্ত দিয়ে আসাযাওয়া করত মুক্তিযােদ্ধারা। শহর থেকে ১৮ কিলােমিটার পশ্চিম-উত্তরে যে। সীমান্তরেখা রয়েছে এই সীমান্ত পথ ধরেই মুক্তিযােদ্ধারা আসত।
ট্রেনিং নেবার জন্য এই পথ ধরেই যেত। যেত বিভিন্ন স্থান থেকে আসা শরণার্থীরা। রাজাকাররা এই পথেই ও আশপাশে থেকে হত্যা করত মুক্তিযােদ্ধাদের। হত্যা করত শরণার্থী শিবিরে যাওয়ার জন্য পথিকদের। এলাকার মুক্তিযােদ্ধারা জানিয়েছেন, দালাল আব্দুল আলীমের নির্দেশে অথবা পরামর্শে হানাদার পাকি সেনা ও রাজাকাররা কাদিরপুর ও পানপাড়া গ্রামে হত্যা করে ৩শ’ ৬১ জন মানুষকে। ওই পথেরই পাগল দেওয়ান গ্রামে মাজারের পাশে থেকে প্রায় আধা কিলােমিটার এলাকা জুড়ে দশ হাজারেরও বেশি মানুষের লাশ চাপা দেয়া হয়েছে। এই বধ্যভূমিটি আবিষ্কার হয় ৮ বছর আগে। এই বধ্যভূমিতে অনেককে হত্যা করা হয়েছে আব্দুল আলীমের নির্দেশে। এ তথ্য জানিয়ে ক’জন মুক্তিযােদ্ধা জানান, রাজাকার আব্দুল আলীমের নির্দেশে মুক্তিযােদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ‘৭১-এর ২৬ জুলাই হত্যা করা হয়েছে ডাঃ আবুল কাশেমকে। এই যুদ্ধ পরাধীর বিচারের দাবিতে সােচ্চার হয়ে উঠছে এলাকার মানুষ। দেশ বিজয় অর্জনের পর দালাল আইনে জয়পুরহাট থানায় প্রথম মামলাটি হয়েছিল আব্দুল আলীমের বিরুদ্ধে।
জনকণ্ঠ ॥ ২১-১২-২০০০
সূত্র : সেই রাজাকার – জনকন্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন