You dont have javascript enabled! Please enable it!

২১ নভেম্বর ১৯৭১ঃ সশস্র বাহিনী গঠন ও যুদ্ধে সামিল

এই দিনে তিন বাহিনী গঠন সম্পন্ন হয়। তিন বাহিনী প্রতিষ্ঠার সুবাদে বাংলাদেশ সশস্র বাহিনীর যাত্রা শুরু। জেনারেল ওসমানী বাংলাদেশ সশস্র বাহিনীর প্রধান হিসাবে মিত্রবাহিনীর যৌথ কম্যান্ডে দায়িত্ব পালন শুরু করেন এবং এই কম্যান্ড সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। আজ থেকেই পূর্ণ যুদ্ধে নামে বাংলাদেশের নিয়মিত ও অনিয়মিত বাহিনী। মুজিব বাহিনীর সকল ক্যাম্প আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়। অনিয়মিত বাহিনীর কোন প্রশিক্ষন শিবির আর ক্রিয়াশীল নয়। এদিন ১১ টি যুদ্ধ ফ্রন্ট খোলা হয়। ৬ নং সেক্টরের বিপরীতে বড় ধরনের পাক অবস্থান না থাকায় সেখানে এদিন ফ্রন্ট খোলা হয়নি। এ সেক্টরে হিলি ফ্রন্ট কাজ করছে।