২১ নভেম্বর ১৯৭১ঃ পচাগর ফ্রন্ট
তেতুলিয়ায় ২০ তারিখে অবস্থান নেয় ১ গার্ড রেজিমেন্ট, অমরখানায় অবস্থান নেয় ১২ রাজপুত রেজিমেন্ট। ক্যাপ্টেন শাহরিয়ার রশিদের কম্যান্ডে ৬ নং সেক্টরের মুক্তিযোদ্ধারা ভারতীয় বাহিনীর সাথে অমরখানায় (৪৮ পাঞ্জাব অংশ) এর পাক বাহিনীর উপর আক্রমন করে। মুক্তিবাহিনীর সুবেদার খালেকের বি কোম্পানী সুবেদার মুরাদ আলীর সি কোম্পানী লেঃ মাসুদের কম্যান্ডে অগ্রসর হয়। সুবেদার হাফেজের/আহম্মদ হোসেনের এ কোম্পানী সুবেদার হাসেমের ডি কোম্পানী লেঃ মতিনের কমান্ডে আক্রমনে অংশ নেয়। ৭ মারাঠা ও বিএসএফ এর আর্টিলারি সহায়তা নিয়ে অমরখানা যুদ্ধে মুক্তিবাহিনী তেমন সাফল্য লাভ করেনি। যুদ্ধে ৩০ জন মুক্তিযোদ্ধা নিহত হয়।
নোটঃ প্রথম ম্যাপটি ইউএস প্রকাশনা। তারা ভুলবশত পঞ্চগড়ের (আগের নাম পচাগড়) প্রায় পুরোটাই (হলুদ রঙ) মুক্ত এলাকা দেখিয়েছে। বাস্তবে তেতুলিয়া থানাই ছিল মুক্ত এলাকা।